Bangladesh

Bangladesh: আপনাদের আত্মত্যাগই আমাদের অনুপ্রেরণা, বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের স্মরণ মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লিতে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ সেনানীদের শ্রদ্ধা জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১৫:৩৪
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে মমতার টুইট-বার্তা, ‘সকলেরই মনে আছে, ১৯৭১ সালে কি সাহসের সঙ্গে বীর যোদ্ধারা লড়েছিলেন। আপনাদের আত্মত্যাগকে আমরা কুর্নিশ জানাই। তা ছাড়া, এই কৃতিত্ব আমাদের সেনাবাহিনীর অবদানও স্মরণ করছি। আপনাদের বীরত্ব আজও আমাদের অনুপ্রেরণা।’

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ সেনানীদের শ্রদ্ধা জানান। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বুধবার ঢাকায় গিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণেই ‘বিশেষ অতিথি’ হিসেবে তাঁর এই সফর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement