CII

আমদানি শুল্ক কমানোর দাবি

করোনার ফলে আমদানি-রফতানি ও শিল্পোৎপাদনে কতটা ধাক্কা লাগতে পারে তা বুঝতে আজ সমস্ত বণিকসভা ও শিল্প মহলের সঙ্গে বৈঠক করেন সীতারামন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৯
Share:

প্রতীকী ছবি।

‘মেক ইন ইন্ডিয়া’ সফল করতে ১ তারিখের বাজেটে মোবাইলের যন্ত্রাংশের মতো এক গুচ্ছ পণ্যে আমদানি শুল্ক বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু দেশে ওই ধরনের পণ্যের উৎপাদন বৃদ্ধি তো সময়সাপেক্ষ। এর মাঝে এসে পড়েছে করোনাভাইরাসের থাবা। কিছু মোবাইলের যন্ত্রাংশের ৯০%-ই চিন থেকে আমদানি করা হয়। করোনার জেরে আমদানি কমার সম্ভাবনা যথেষ্ট। সে ক্ষেত্রে যন্ত্রাংশ আমদানি করতে হবে অন্য দেশ থেকে। তাতে খরচ বেশি। তার উপর বাড়তি আমদানি শুল্ক যোগ হলে এ দেশে ওই সব পণ্যের দাম অনেকটাই বেড়ে যাবে। এই অবস্থায় আজ সীতারামনের কাছে বাড়তি আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানাল বণিকসভা সিআইআই-সহ বিভিন্ন শিল্প মহল।

Advertisement

করোনার ফলে আমদানি-রফতানি ও শিল্পোৎপাদনে কতটা ধাক্কা লাগতে পারে তা বুঝতে আজ সমস্ত বণিকসভা ও শিল্প মহলের সঙ্গে বৈঠক করেন সীতারামন। শিল্প মহল তাঁকে বলে, চিন থেকে আমদানি কমাটা এক দিক থেকে দেশীয় শিল্পের সামনে নিজস্ব উৎপাদন বৃদ্ধির সুযোগ এনে দিচ্ছে ঠিকই। কিন্তু তাতে সময় লাগবে। আপাতত অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে হলে জিনিসের দাম বাড়বে। ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট শিল্প। এই আশু বিপদের কথা মাথায় রেখে আমদানি শুল্ক কমানো প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement