সরছে না চিনা প্রাচীর, এনএসজি স্বপ্ন ঝুলেই

পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের সদস্যপদ নিয়ে অবস্থান পরিবর্তনের কোনও ইঙ্গিত দিল না চিন। দক্ষিণ কোরিয়ার সোলে এনএসজি-র বৈঠকে ভারতের সদস্যপদের দাবিকে সমর্থন করেছিল আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশ।

Advertisement

সংবাদ সংস্থা

বেনোলিম (গোয়া) শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ০৩:৩০
Share:

চিনা প্রেসিডেন্ট শি চিনফিং‌য়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বেনোলিমে। ছবি: সংবাদ সংস্থা।

পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের সদস্যপদ নিয়ে অবস্থান পরিবর্তনের কোনও ইঙ্গিত দিল না চিন।

Advertisement

দক্ষিণ কোরিয়ার সোলে এনএসজি-র বৈঠকে ভারতের সদস্যপদের দাবিকে সমর্থন করেছিল আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশ। কিন্তু চিনের নেতৃত্বে কিছু দেশের আপত্তিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি এনএসজি। পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর না করলে কোনও দেশকে এনএসজি-র সদস্য করা যাবে না বলে যুক্তি দিয়েছিল চিন। সোল বৈঠকের পরে স্পষ্টতই হতাশ দিল্লি সরাসরি আক্রমণ করে বেজিংকে। নরেন্দ্র মোদী সরকারের তরফে জানানো হয়, কেবল ‘‘একটি দেশই’’ ভারতের সদস্যপদ নিয়ে বার বার আপত্তি তুলেছে।

এ দিনের বৈঠকে এনএসজি প্রসঙ্গ তোলেন মোদী। জবাবে চিনফিং বলেন, ‘‘শীঘ্রই এনএসজি-র দ্বিতীয় পর্যায়ের বৈঠক হবে। তাতে হয়তো কোনও পথের হদিস পাওয়া যেতে পারে।’’

Advertisement

সাউথ ব্লকের কর্তারা জানাচ্ছেন, চিনা অবস্থান বদলের কোনও আশা তাঁরা করেননি। কিন্তু কূটনৈতিক দৌত্য থামানোরও প্রশ্ন নেই। আগামিকাল বিমস্টেক ভুক্ত দেশগুলির সঙ্গে ব্রিকস দেশগুলির আলোচনা হওয়ার কথা। বিমস্টেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের মতো সার্কের সদস্য দেশ রয়েছে। উরির হামলার জবাবে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের সময়ে এদের মধ্যে বেশ কয়েকটি দেশ ভারতের পাশে দাঁড়িয়েছিল। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ওই দেশগুলির সঙ্গে আলোচনার সময়ে ভারত চিনকে দেখাতে চাইবে পাকিস্তান কতটা একঘরে হয়ে পড়েছে।

গুরুগম্ভীর নানা প্রশ্নের পাশাপাশি আজ চিন-ভারত সম্পর্কে কিছুটা লঘু সুর এনে দিয়েছেন চিনফিংয়ের দেশের দুই সাংবাদিক। চিনা প্রেসিডেন্ট বিমান থেকে নামার সময়েই ওই দুই অত্যুৎসাহী সাংবাদিক সিঁড়িতে উঠে পড়েন। ফলে কার্যত বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহের আগে তাঁরাই ভারতে ‘‘স্বাগত’’ জানান চিনফিংকে। শেষ পর্যন্ত ওই দু’জনকে ধাক্কা দিয়ে সরান নিরাপত্তারক্ষীরা। চিনফিংয়ের নাগাল পান ভি কে। চিনে জি২০ বৈঠকের সময়ে বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তারক্ষীদের সঙ্গে গোলমাল হয়েছিল চিনা অফিসারদের। তা নিয়ে এখনও ওয়াশিং‌টনকে খোঁচা দেয় চিনা সরকারি সংবাদমাধ্যম। বিদেশ মন্ত্রকের এক কর্তার কথায়, ‘‘আশা করি বেনোলিমে দুই সাংবাদিকের ঘটনা নিয়ে অন্তত চিন আমাদের হেনস্থা করবে না ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement