ভারত-চিন টানাপড়েন নিয়ে অসংযমী মন্তব্য করা এখন উচিত নয়— দেশের রাজনৈতিক শিবিরকে সতর্ক করেছিল বিদেশ মন্ত্রক। কিন্তু মুলায়ম বুধবার লোকসভায় সে বিষয়ে বেশ উদ্বেগজনক মন্তব্যই করলেন। ছবি: পিটিআই।
উদ্বেগজনক সতর্কবার্তা দিলেন মুলায়ম সিংহ যাদব। যে কোনও মুহূর্তে ভারতকে আক্রমণ করতে পারে চিন, সব প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে। বুধবার সংসদে এমনই মন্তব্য করেছেন দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা প্রবীণ সপা নেতা। একা ভারতের বিরুদ্ধে লড়বে না চিন, পাকিস্তানকে সঙ্গে নিয়ে তারা ভারতকে আক্রমণ করবে বলে তিনি এ দিন আশঙ্কা প্রকাশ করেছেন। পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতে পরমাণু হামলা চালাবে চিন, এমন মন্তব্যও করেছেন মুলায়ম।
ভারত এবং চিনের মধ্যে যে টানাপড়েন চলছে, সে বিষয়ে মন্তব্য করার সময় দেশের রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক থাকতে হবে— মঙ্গলবারই এমন বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। দার্জিলিঙে এবং কাশ্মীরে চিন নাক গলাতে শুরু করেছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন বাংলার এবং জম্মু-কাশ্মীরের দুই মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিদেশনীতি বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বিদেশ সচিব এস জয়শঙ্কর ওই সব মন্তব্য সম্পর্কে অসন্তোষ ব্যক্ত করেন। এই ধরনের মন্তব্য থেকে রাজনীতিকদের বিরত থাকার পরামর্শ দেন তিনি। কিন্তু মুলায়ম যে সে কথায় কান দেননি, তা স্পষ্ট। দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বুধবার সংসদে যে মন্তব্য করেছেন, তা যথেষ্ট উদ্বেগজনক।
আরও পড়ুন: তিব্বতে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করছে চিন
মুলায়ম এ দিন লোকসভায় বলেছেন, ‘‘ভারতের সামনে এখন সবচেয়ে বড় বিপদ পাকিস্তান। আমি কেন্দ্রীয় সরকারকে বছরের পর বছর ধরে সতর্ক করছি। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে চিন। তারা ভারতকে আক্রমণ করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে।’’ মুলায়ম শুধু প্রবীণ রাজনীতিক বা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন। তিনি দেশের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও কাজ করেছেন। তাই প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে মুলায়মের মতামত সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়ার মতো নয়।
ভারতকে আক্রমণ করার জন্য চিন ঠিক কী ধরনের প্রস্তুতি নিয়েছে, সে ব্যাখ্যাও দিয়েছেন মুলায়ম সিংহ যাদব। পাকিস্তান থেকে ভারতে পরমাণু হামলা চালানোর ছক কষেছে চিন, দাবি মুলায়মের। পাকিস্তানে ইতিমধ্যেই চিন পরমাণু অস্ত্র লুকিয়ে রেখেছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলির কাছে আরও বিশদ খবর থাকবে বলেও তিনি মন্তব্য করেন।