মাসুদের পাশে

জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারকে নিষিদ্ধ করার চেষ্টা দ্বিতীয় বার আটকে দিল চিন। পঠানকোট হামলার পরে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা কমিটিতে জইশ প্রধানকে নিষিদ্ধ করার আর্জি জানিয়েছিল ভারত। কিন্তু বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিনের আপত্তিতে তা নিয়ে সিদ্ধান্ত স্থগিত হয়ে গিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০৩:২১
Share:

জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারকে নিষিদ্ধ করার চেষ্টা দ্বিতীয় বার আটকে দিল চিন। পঠানকোট হামলার পরে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা কমিটিতে জইশ প্রধানকে নিষিদ্ধ করার আর্জি জানিয়েছিল ভারত। কিন্তু বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিনের আপত্তিতে তা নিয়ে সিদ্ধান্ত স্থগিত হয়ে গিয়েছে। পাকিস্তানের অনুরোধেই বেজিং এই পদক্ষেপ করেছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। আগেও মাসুদকে নিষিদ্ধ করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে চিন। বৃহস্পতিবার বেলজিয়ামে প্রবাসী ভারতীয়দের এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘সন্ত্রাস আসলে কী, তা জানেই না রাষ্ট্রপুঞ্জ। তার মোকাবিলা কী ভাবে করতে হয় তা নিয়েও তাদের ধারণা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement