দিল্লিতে সিপিএমের প্রতিবাদ সভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছবি: পিটিআই।
প্রতিশ্রুতিভঙ্গের জন্য সাধারণ মানুষ যাতে আঙুল তুলতে না পারে, তাঁদের মন অন্য দিকে ঘোরাতেই দেশজুড়ে বিনা কারণে গুজব রটিয়ে গণপিটুনি ঘটানো হচ্ছে। আর এর পিছনে রয়েছে বিজেপির বৃহত্তর ষড়যন্ত্র! সম্প্রতি ত্রিপুরায় ছেলেধরা সন্দেহে চার জনকে গণপিটুনির ঘটনার উদাহরণ টেনে বিজেপিকে তোপ দাগলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মানিকবাবু বর্তমানে দিল্লিতে রয়েছেন। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে ‘গণতন্ত্রের মৃত্যু’ নামে একটি প্রতিবাদ সভায় যোগ দিতে গিয়েছেন তিনি। সেখানেই বক্তব্য পেশ করার সময় বিজেপিকে সরাসরি আক্রমণ করেন ওই বর্ষীয়ান বাম নেতা।
তিনি জানান, ত্রিপুরায় ২৫ বছরের বাম জমানায় কোনও গুজবে গণপিটুনির মতো ঘটনা ঘটেনি। অথচ এখন ঘটছে। আর এসবের পিছনে রয়েছে বিজেপির বৃহত্তর ষড়যন্ত্র। বিজেপির এই ষড়যন্ত্রের আসল উদ্দেশ্যেও সামনে টেনে এনেছেন তিনি।
আরও পড়ুন: ছাগলও মাতা, হিন্দুরা মাংস ছাড়ুন, চন্দ্র বোসের মন্তব্য সামলাতে আসরে তথাগত
কেন এরকম করছে বিজেপি?
তাঁর দাবি, ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার জন্য বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দেশবাসীকে দিয়েছিল, তার সিকিভাগেও রক্ষা করতে পারেনি। সামনেই লোকসভা নির্বাচন। বিজেপি আসলে ভয় পাচ্ছে। মানুষ যাতে আঙুল তুলতে না পারে তার জন্য সমাজকে বিভক্ত করতে চাইছে এইভাবে। আসলে এর মাধ্যমে মানুষের মন অন্য দিকে ঘোরাতে চাইছে বিজেপি। আর ছেলেধরা এবং গোরক্ষকদের তাণ্ডবে গণপিটুনির শিকার বানানো হচ্ছে সমাজের সংখ্যালঘু সম্প্রদায় এবং দলিতদের, জানান তিনি।
কেন্দ্রে বিজেপির মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও বিঁধতে ছাড়েননি তিনি। মানিকবাবু বলেন, ‘‘ত্রিপুরাতেও প্রতিশ্রুতি মতো কোনও কাজ করছে না বিজেপি সরকার। আদিবাসী এবং গ্রামের মানুষদের রোজগারের প্রকল্প মহাত্মা গাঁধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট-এর অধীনেও কোনও কাজ হচ্ছে না। অনাহার শুরু হয়েছে রাজ্যে। রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপরও প্রভাব পড়ছে এর। তাই ত্রিপুরায় মানুষ ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।’’ আর এঁদের মুখ বন্ধ রাখার জন্যই বিজেপি ষড়যন্ত্র চালাচ্ছে দেশ জুড়ে, জানান তিনি।