সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমন ফাইল চিত্র।
ভোট দিয়ে সরকার বদলের ক্ষমতা থাকা মানেই যে স্বৈরতন্ত্র থেকে মুক্তি হবে তার কোনও নিশ্চয়তা নেই। এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমন। তিনি আরও বলেছেন, সমালোচনা ও প্রতিবাদ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ।
বুধবার একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন রমন। তিনি বলেন, ‘‘একটা বিষয় পরিষ্কার যে কয়েক বছর অন্তর ভোট দিয়ে শাসক বদলের ক্ষমতা থাকা মানেই স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্তি নয়। একটি সুস্থ গণতন্ত্র চালাতে গেলে তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল মানুষ। তাই গণতন্ত্র ঠিক মতো বজায় রাখতে হলে মানুষের সঙ্গে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো কিংবা সরকারের সমালোচনা করাও গণতন্ত্রের উল্লেখযোগ্য উপাদান।’’
নিজের বক্তৃতায় স্বাধীনতা পূর্ব ও স্বাধীনোত্তর ভারতের কথা তুলে ধরেছেন রমন। দু’টি সময়ের মধ্যে শাসনের পার্থক্যও তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘‘স্বাধীন দেশের গণতন্ত্রের এক অন্যতম ভিত্তি হল আইন ব্যবস্থা। তাকে আমাদের মেনে চলতেই হবে।’’
রমন আরও বলেন, ‘‘আইন ব্যবস্থার অন্যতম বিষয় হল বিভিন্ন আইন নিয়ে পর্যালোচনা করা। সংবিধানের মূল ধারাকে বজায় রাখার দায়িত্ব সুপ্রিম কোর্টের। দেশের সর্বোচ্চ আদালতের এই দায়িত্বে কোনও সরকার হস্তক্ষেপ করতে পারে না।’’