ছত্তীসগঢ়ের এই গ্রামেই সাধারণতন্ত্রে প্রথম বার জাতীয় পতাকা উড়ল। ছবি: সংগৃহীত।
স্বাধীন দেশে থেকেও কয়েক দশক ধরে তাঁরা ‘স্বাধীনতা’র আনন্দ উদ্যাপন করতে পারতেন না। দীর্ঘ দিন পর রবিবার সাধারণতন্ত্র দিবসে প্রথম বার সেই গ্রামে উড়ল জাতীয় পতাকা। আনন্দে মাতলেন গ্রামবাসীরা। বয়স্ক অনেকের কথাতেই, ‘‘এত দিনে মনে হচ্ছে স্বাধীনতা পেলাম’’।
ছত্তীসগঢ়ের সুকমা জেলার তুমুলপাড় গ্রাম। রাজ্যের মধ্যে অন্যতম মাও প্রভাবিত এলাকা। কিন্তু নিরাপত্তা বাহিনীর নিরন্তর চেষ্টায় গ্রামটি এখন মাও উপদ্রব থেকে মুক্ত। বছরে পর বছর ধরে মাওবাদীদের ভয়ে তুমুলপাড়ের গ্রামবাসীরা স্বাধীনতা দিবস হোক বা সাধারণতন্ত্র—জাতীয় পতাকা উত্তোলন করতে পারেননি। এ বারই প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হল প্রজাতন্ত্র দিবসে।
পুলিশের এক কর্তা জানিয়েছেন, গ্রামগুলির খুব কাছাকাছি পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। যা মাওবাদীদের পিছু হটাতে সাহায্য করেছে। এর ফলে স্বাধীনতা দিবস এবং সাধারণতন্ত্র দিবসে কালো পতাকা উত্তোলনের কোনও ঘটনা ঘটেনি। পুলিশের দাবি, নতুন ক্যাম্প তৈরির ফলে সরকারি সুযোগসুবিধাও সরাসরি ওই অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। তাতে বঞ্চনার অভিযোগকে শূন্যে নামিয়ে আনা যাবে। পুলিশের দাবি, গত তিন দশক ধরে এই এলাকায় মাওবাদীদের রমরমা ছিল।