Congress

ছত্তীসগঢ়েও রাহুলকে চেয়ে প্রস্তাব

কংগ্রেস সূত্রের ব্যাখ্যা, রাহুলকে কংগ্রেস সভাপতি হিসেবে চেয়ে প্রস্তাব পাশের সঙ্গে গহলৌতের কংগ্রেস সভাপতি হওয়া না-হওয়ার কোনও সম্পর্ক নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ০৬:৪২
Share:

রাহুল গান্ধী। ফাইল চিত্র।

রাজস্থান প্রদেশ কংগ্রেসের পথে হেঁটে ছত্তীসগঢ়ের কংগ্রেসও আজ রাহুল গান্ধীকেই কংগ্রেস সভাপতি করার প্রস্তাব পাশ করল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বঘেলের বক্তব্য, “রাহুল গান্ধীর নিজের আরও এক বার বিবেচনা করা উচিত। আশা করি গোটা দেশের কংগ্রেস নেতা কর্মীদের আবেগের কথা মাথায় রেখে রাহুলজি কংগ্রেস সভাপতি হওয়ার বিষয়ে সম্মতি দেবেন বলে।”

Advertisement

রাহুল গান্ধী অবশ্য আগেই দলের নেতাদের জানিয়ে দিয়েছেন, তিনি সভাপতি পদে ফিরবেন না। এই পরিস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকেই গান্ধী পরিবার কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব দিতে চাইছে। গান্ধী পরিবারের অনুগামীরা চাইছেন, নির্বাচন নয়, ঐকমত্যের ভিত্তিতেই নতুন সভাপতি ঠিক হোক।

কংগ্রেস সূত্রের ব্যাখ্যা, রাহুলকে কংগ্রেস সভাপতি হিসেবে চেয়ে প্রস্তাব পাশের সঙ্গে গহলৌতের কংগ্রেস সভাপতি হওয়া না-হওয়ার কোনও সম্পর্ক নেই। আগামী সপ্তাহ থেকেই কংগ্রেস সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তার আগে অধিকাংশ রাজ্যেই প্রদেশ কংগ্রেস কমিটিতে রাহুলকে কংগ্রেস সভাপতি পদে চেয়ে প্রস্তাব পাশ হবে। রাহুল নিজে সভাপতি হবেন না বলে জানিয়ে দিলেও তিনিই যে দলের নেতা-কর্মীদের প্রথম পছন্দ, সেই বার্তাই দেওয়া হবে।

Advertisement

প্রসঙ্গত গত শনিবার জয়পুরে রাজস্থান প্রদেশ কংগ্রেসের বৈঠক হয়েছে। সেখানে কংগ্রেস হাইকমান্ডের অলিখিত নির্দেশ মেনে কংগ্রেসের নতুন সভাপতির হাতে প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়োগের ক্ষমতা সঁপে দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে। একই সঙ্গে অশোক গহলৌতের নেতৃত্বে রাহুল গান্ধীকেই কংগ্রেস সভাপতি করার পক্ষেও প্রস্তাব পাশ হয়। গহলৌত নিজেই বলেছেন, তিনি চান রাহুলই দলের সভাপতি হোন। একই ভাবে আজ ছত্তীসগঢ়েও রাহুলকে চেয়ে প্রস্তাব পাশ হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement