Swiggy

রক্ত মাখা ব্যান্ডেজ! এবার সুইগির ডেলিভারি দেওয়া খাবারে

পরিষেবার গাফিলতির অভিযোগ আগেই উঠেছিল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জ্যোমাটোর বিরুদ্ধে। এবার সেই তালিকায় জুড়ে গেল সুইগির নামও।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫৬
Share:

ছবি: ফেসবুক

পরিষেবার গাফিলতির অভিযোগ আগেই উঠেছিল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোর বিরুদ্ধে। এবার সেই তালিকায় জুড়ে গেল সুইগির নামও। চেন্নাইয়ের এক ব্যক্তি অভিযোগ জানিয়েছেন যে সুইগির ডেলিভারি দেওয়া খাবারে পাওয়া গিয়েছে রক্তমাখা মেডিকেটেড ব্যান্ডেজ স্ট্রিপ। সোশ্যাল মিডিয়ায় সেই ব্যান্ডেজ সহ খাবারের ছবি শেয়ার করতেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

চেন্নাইয়ের বালামুরুগান নামের সেই ব্যক্তি জানিয়েছেন যে, গত রবিবার সুইগির মাধ্যমে সেলাইয়ুরের একটি রেস্তোরাঁ থেকে খাবারের অর্ডার করেছিলেন তিনি। খাবার ডেলিভারি পাওয়ার পরে যখন তিনি প্রায় অর্ধেক খাবার শেষ করে ফেলেছিলেন, তখনই খাবারের মধ্যে সেই রক্ত মাখা ব্যান্ডেজটি দেখতে পান তিনি।

তারপরেই সেই রেস্তোরাঁর সঙ্গে যোগাযোগ করলে তারা দায়সারা ভাবে ওই খাবারের অর্ডারটি বদলে দিতে চায়। কিন্তু ওই ব্যক্তি আর ওখান থেকে খাবার নেওয়ার ভরসা পাননি। সুইগির সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

Advertisement

বালামুরুগানের করা ফেসবুক পোস্ট

এরপরেই ওই ব্যক্তি ফেসবুকে পুরো ঘটনাটি জানান। ট্যাগ করে দেন সুইগিকেও। তখন যদিও সুইগির তরফে জানানো হয়েছে যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হয়ে তাঁদের তরফে। তারপরেই ওই রেস্তোরাঁকে সুইগির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানানে হয় সুইগিরর তরফে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই দিকে তাদের কড়া নজর থাকবে বলেও বিবৃতি দেওয়া হয় সুইগি কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন: নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হবেন, বিরোধীদের অবাক করে মন্তব্য মুলায়মের

আরও পড়ুন: হ্যাকারদের খপ্পরে বিজেপির আইটি সেলের গুগল ডক! হইচই টুইটারে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement