Teacher Suspended

পড়ুয়াদের দিয়ে হাত, পা টেপানোর অভিযোগ, ছত্তীসগঢ়ে সাসপেন্ড সরকারি শিক্ষক

সেন্দ্রিমুণ্ডা গ্রামের ওই সহকারী শিক্ষককে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয়েছে। কয়েক জন অভিভাবক অভিযোগ করেছিলেন, ওই শিক্ষক পড়ুয়াদের হাত, পা টেপার নির্দেশ দিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

রায়পুর শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৭:৩৭
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

ছাত্র-ছাত্রীদের দিয়ে হাত, পা টিপিয়েছেন! এই অভিযোগে সাসপেন্ড হলেন সরকারি স্কুলের এক শিক্ষক। ছত্তীসগঢ়ের যশপুর জেলার ঘটনা।

Advertisement

জেলা শিক্ষা আধিকারিক (ডিইও) সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, সেন্দ্রিমুণ্ডা গ্রামের ওই সহকারী শিক্ষককে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয়েছে। কয়েক জন অভিভাবক অভিযোগ করেছিলেন, ওই শিক্ষক পড়ুয়াদের গা টেপার নির্দেশ দিয়েছিলেন। পড়ুয়ারা রাজি না হলে তাদের মারধর করা হত বলেও অভিযোগ। গুপ্ত জানিয়েছেন, এই অভিযোগ নিয়ে রিপোর্ট জমা করেন ব্লক শিক্ষা আধিকারিক। তার পরেই ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।

জেলা শিক্ষা আধিকারিক আরও জানিয়েছেন, এই নিয়ে শিক্ষা কোঅর্ডিনেটরকে নোটিস পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বিশদে তদন্ত করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement