India News

চন্দ্রবাবুর থেকে ৬ গুণ বেশি সম্পত্তি রয়েছে তাঁর তিন বছরের নাতির!

সম্পত্তির পরিমাণে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে টেক্কা দিল তাঁরই সাড়ে তিন বছরের নাতি নারা দেবাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১৪:৪৭
Share:

সম্পত্তির পরিমাণে আজকাল দাদুকে হার মানাচ্ছেন ছোট্ট দেবাংশ।

ছেলে নয়। বরং সম্পত্তির পরিমাণে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে টেক্কা দিল তাঁরই সাড়ে তিন বছরের নাতি নারা দেবাংশ।

Advertisement

গত কাল অমরাবতীতে চন্দ্রবাবুর মোট সম্পত্তির পরিমাণের হিসেব খোলসা করলেন মুখ্যমন্ত্রীর পুত্র এবং অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ।

প্রকাশিত হিসাব অনুযায়ী চন্দ্রবাবু নায়ডুর মোট সম্পত্তির পরিমাণ ২.৯৯ কোটি টাকা। আর সেই জায়গায় মুখ্যমন্ত্রীর নাতি অর্থাৎ নারা দেবাংশের সম্পত্তির পরিমাণ ১৮.৭১ কোটি টাকা। একরত্তি এই ছেলের মোট সম্পত্তি তাঁর দাদুর থেকে ৬ গুণ বেশি। গত বছরের তুলনায় এই বছরে চন্দ্রবাবু সম্পত্তি বেড়েছে প্রায় ৪৬ লক্ষ টাকা। যেখানে মুখ্যমন্ত্রীর দেনার পরিমাণ কমে ৫.৬৪ কোটি থেকে ৫.৩১ কোটি টাকা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: নোটবন্দি ধাক্কা দিয়েছে, মানল মোদীরই মন্ত্রক

পরিবারের সব থেকে ছোট চন্দ্রবাবুর নাতি অর্থাৎ লোকেশের পুত্র দেবাংশ। তাতে কী? মাত্র তিন বছরের দেবাংশের সম্পত্তির পরিমাণে হার মানতে হয়েছে তার বাবা এবং দাদুকে। চন্দ্রবাবুর সম্পত্তির যে হিসাব প্রকাশ করা হয়েছে, তাতে নারা দেবাংশের নামেই রয়েছে একটি বাংলো রয়েছে। হায়দরাবাদের বিলাসবহুল জায়গা জুবিলি হিলসে রয়েছে সেই বাংলো। এ ছাড়াও ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ২ কোটি ৪৯ লক্ষ টাকার।

ছোট্ট দেবাংশের সঙ্গে গোটা নায়ডু পরিবার।

হিসেব বলছে, নায়ডু পরিবারের সব থেকে ধনী ব্যক্তি হলেন মুখ্যমন্ত্রী পত্নী ভুবনেশ্বরী। গত বছরের থেকে এই বছরে এক লাফে অনেকটাই বেড়েছে। গত বছরে ভুবনেশ্বরী দেবীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ২৫ কোটি ৪১ লক্ষ টাকা। যেটা এই বছরে ৫ কোটি ৬ লক্ষ টাকার মতো বেড়ে দাঁড়িয়েছে ৩১.০১ কোটি টাকা।

আরও পড়ুন: বিরোধীরা একজোট হতেই বিধানসভা ভাঙল কাশ্মীরে

তেলুগু দেশম পার্টি বা টিডিপি-র সাধারণ সম্পাদক চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশ নিজেই। তাঁর স্ত্রী ব্রাহ্মণীর মোট সম্পত্তির পরিমাণ ২১ কোটি ৪০ লক্ষ টাকা। গত বছরে চন্দ্রবাবুর পুত্রবধূর সম্পত্তির পরিমাণ ছিল ১৫.০১ কোটি টাকা।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement