দেশের অ্যাটর্নি জেনারেলের পরামর্শ অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টে বফর্স মামলা ফের শুরুর আর্জি জানাল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।
১২ বছর আগে হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল সুইডিশ অস্ত্র নির্মাতা সংস্থা ও ব্রিটেনের বিশিষ্ট শিল্পপতি দুই হিন্দুজা ভাইয়ের বিরুদ্ধে বফর্স মামলা।
দিনকয়েক আগে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সরকারকে সুপ্রিম কোর্টে ওই মামলা ফের শুরুর আর্জি না জানানোর পরামর্শ দিয়েছিলেন।
অ্যাটর্নি জেনারেলের যুক্তি ছিল, অত বছর আগে যে মামলা আদালতের রায়ে খারিজ হয়ে গিয়েছে, তা ফের শুরুর আর্জি শীর্ষ আদালতে জানানো ঠিক হবে না। সেই আর্জি সুপ্রিম কোর্ট খারিজ করে দিতে পারে।
আরও পড়ুন- চন্দ্রবাবু ‘যুদ্ধ ঘোষণা’র পথে, দক্ষিণে সঙ্কট বাড়ছে বিজেপির
আরও পড়ুন- অবসাদে আত্মঘাতী ফিদেলের বড়ছেলে
তবে গত অক্টোবরেই সিবিআই জানিয়েছিল, বফর্স মামলা খারিজ করে দেওয়ার ব্যাপারে ১২ বছর আগে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টে তাকে চ্যালেঞ্জ জানানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে।