প্রতীকী ছবি।
কর্মক্ষেত্রে তৃতীয় লিঙ্গের সমানাধিকার সুনিশ্চিত করতে নতুন বিধি আনতে চলেছে কেন্দ্র। ‘তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা বিধি, ২০২০’-র একটি খসড়া এপ্রিল মাসে প্রকাশ করা হয়েছিল। তারই আরও একটি পরিমার্জিত রূপ গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হল ১৩ জুলাই। আগামী ৩০ দিনের মধ্যে এই নতুন খসড়া নিয়ে মতামত জানাতে বলেছে কেন্দ্র।
এই বিধি অনুযায়ী, তৃতীয় লিঙ্গের প্রতি কোনও রকম বৈষম্য যাতে না হয়, তার জন্য দেশের প্রত্যেকটি সংস্থাকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। নিয়োগ, পদোন্নতি, পরিকাঠামো এবং সংশ্লিষ্ট প্রতিটি বিষয়েই কর্মক্ষেত্রে তাঁদের সমান সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং এ ব্যাপারে বৈষম্য না করাই যে সংস্থার নীতি, তা জানিয়ে কর্মস্থলে এবং ওয়েবসাইটে সকলের চোখে পড়ার মতো করে বিজ্ঞপ্তি দিতে হবে। তৃতীয় লিঙ্গের কর্মীদের জন্য ঠিক কী কী পরিকাঠামো (যেমন শৌচাগার) রয়েছে, তাঁদের স্বাস্থ্য ও সুরক্ষায় কী কী ব্যবস্থা রয়েছে, তা-ও জানাতে হবে।