—ফাইল চিত্র।
জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোট কবে হবে ঠিক নেই। কিন্তু জম্মু-কাশ্মীর এবং পুদুচেরি বিধানসভায় এক-তৃতীয়াংশ মহিলা আসন সংরক্ষণের বন্দোবস্ত করতে নরেন্দ্র মোদী সরকার সংসদের শীতকালীন অধিবেশনে বিল আনতে চলেছে। বাদল অধিবেশনে লোকসভা, বিধানসভা ও দিল্লি বিধানসভার জন্য এক-তৃতীয়াংশ মহিলা আসন সংরক্ষণের বিল পাশ হলেও তার আওতায় কেন্দ্রশাসিত অঞ্চল পড়ছে না।
আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদের অধিবেশনে মোট সাতটি নতুন বিল পেশ হবে। বিরোধীদের আপত্তি সত্ত্বেও এই অধিবেশনে ভারতীয় ন্যায় সংহিতা-সহ তিনটি বিল ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল-সহ ১৮ বিল পাশ করাতে চাইছে মোদী সরকার।