Jammu and Kashmir

উপত্যকায় ‘বেনজির’ শান্তি, দাবি কেন্দ্রের

মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিরোধিতা করে যে মামলা হয়েছিল, তার শুনানি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৭:৪৮
Share:

অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে জম্মু-কাশ্মীরে নিরবচ্ছিন্ন শান্তির যুগ বিরাজ করছে। গোটা এলাকা উন্নয়নের পথে হাঁটছে। সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র। একই সঙ্গে হলফনামায় উল্লেখ করা হয়েছে, উপত্যকায় সংগঠিত ভাবে পাথর ছোড়ার ঘটনা চলতি বছরে একটিও ঘটেনি।

Advertisement

আজ, মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিরোধিতা করে যে মামলা হয়েছিল, তার শুনানি হবে। সেখানে কেন্দ্রের ওই হলফনামা পেশ করার কথা। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে উল্লেখ করে কেন্দ্র হলফনামায় বলেছে, এর ফলে ওই এলাকায় অভূতপূর্ব শান্তি, সমৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সুনিশ্চিত হয়েছে নিরাপত্তা। সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে রাস্তায় যে সংগঠিত ভাবে পাথর ছোড়ার ঘটনা ঘটত, সেই ঘটনা শূন্যে নেমে এসেছে। কেন্দ্রের এই হলফনামার সম্পর্কে পিডিপি নেতা নঈম আখতারের বক্তব্য, কেন্দ্রের কাছে এই ‘অসাংবিধানিক’ কাজকে যুক্তিগ্রাহ্য করতে কোনও সাংবিধানিক বা আইনি যুক্তি নেই, তাই তারা সন্ত্রাসবাদের অজুহাত দিচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement