প্রতীকী ছবি।
দেশের সমস্ত কেন্দ্রীয় হাসপাতাল, পরীক্ষাগার ও ফার্মাসি প্রতিষ্ঠান— এই সব জায়গায় কাজ করা চিকিৎসকদের ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’-এর আওতায় নাম নথিভুক্ত করতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
যে সব রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু রয়েছে, সেখানকার হাসপাতাল ও চিকিৎসকদের নাম নথিভুক্ত করতে নির্দেশ দিয়ে বুধবার রাজ্যগুলির স্বাস্থ্যসচিবদের চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। আগামী দিনে সমস্ত রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য যাতে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকে, তাই ওই নির্দেশ।
নথিভুক্তিকরণের জন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে ‘হসপিটাল ইনফরমেশন সিস্টেম’ কেন্দ্রের কাছ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। দেশের স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত তথ্য যাতে একটি ছাতার তলায় থাকে, সেই লক্ষ্যে গত ২৭ সেপ্টেম্বর ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’-এর সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।