Monkeypox

Monkeypox: মাঙ্কিপক্সের প্রতিষেধক তৈরি করতে দরপত্র আহ্বান করল কেন্দ্র

ভারতেও ক্রমশ বাড়ছে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ২০:৫৮
Share:

প্রতীকী ছবি।

বিশ্বে ক্রমশ বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। ভারতেও ইতিমধ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত চার ব্যক্তির সন্ধান মিলেছে, যাঁদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা এবং তাঁর কোনও বিদেশযাত্রার অতীত নেই। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্স রোধে আরও সক্রিয় হল কেন্দ্রীয় সরকার। মাঙ্কিপক্সের সংক্রমণ রোধে প্রতিষেধক তৈরির জন্য দরপত্র আহ্বান করল কেন্দ্রীয় সরকার।

Advertisement

একটি বিজ্ঞপ্তিতে অভিজ্ঞ টিকাপ্রস্তুতকারী সংস্থাগুলির থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। উপযুক্ত সংস্থার সঙ্গে যৌথ ভাবে কাজ করবে কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ অগস্ট।

বুধবার আইসিএমআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকা আবিষ্কার এবং এই নিয়ে বিস্তারিত গবেষণার জন্য আইন অনুসারে কোনও ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি করতে চায় তারা। আইসিএমআর-এর তরফে আরও জানানো হয়েছে, ২০১৯ এবং ২০২২ সালে মাঙ্কিপক্সের দু'টি প্রতিষেধক আবিষ্কৃত হলেও তা এই মহামারিকে রোখার জন্য যথেষ্ট নয়।

Advertisement
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement