পার্থ চট্টোপাধ্যায়।
সব রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকার শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবদের সঙ্গে আজ ভিডিয়ো-বৈঠক করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। পরে এক বিবৃতিতে মন্ত্রক জানায়, করোনা-সঙ্কট মোকাবিলায় গরমের ছুটিতেও পড়ুয়াদের মিড-ডে মিল কিংবা তার সমতুল খাদ্য-সুরক্ষা ভাতা দেবে কেন্দ্র। ১১.৫ কোটি পড়ুয়াকে এই সুবিধা দিতে কেন্দ্র বাড়তি ৯৫৮ কোটি টাকা ও ৩ লক্ষ টন খাদ্যশস্য জোগাবে।
যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাতে ফেসবুকে লিখেছেন “আমাদের দাবি ছিল প্রাথমিকে ছাত্র পিছু ১০ টাকা, উচ্চ প্রাথমিকে ১২ টাকা। সে জায়গায় অল্প বৃদ্ধি পেয়েছে। ৪ টাকা ৭৯ পয়সা এবং ৭ টাকা ৭৫ পয়সা।” শিক্ষামন্ত্রী আরও জানান, মিড-ডে মিলের রাঁধুনি ও সহকারীর ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর দাবি জানিয়েছিলেন তাঁরা।
কেন্দ্র জানিয়েছে, সমগ্র শিক্ষা অভিযানে গত বছরের থেকে যাওয়া ৬,২০০ কোটি টাকা এ বছর খরচ করতে পারবে রাজ্যগুলি। সেই সঙ্গে প্রথম ত্রৈমাসিকের জন্য দেওয়া হবে এককালীন ৪,৪৫০ কোটি টাকা। পার্থবাবুর বক্তব্য, বরাদ্দ গত বারের চেয়ে মাত্র ৫ শতাংশ বাড়বে।
বৈঠকে নিশঙ্ক জানান, এ বছরের জন্য যে বিকল্প শিক্ষা-নির্ঘণ্ট এনসিইআরটি তৈরি করে পাঠিয়েছে, রাজ্যগুলি তা নিজেদের সুবিধা অনুযায়ী কার্যকর করতে পারে। বোর্ড পরীক্ষার খাতা দেখার কাজ দ্রুত শুরু করা, রাজ্যের মধ্যেই সিবিএসসি-র খাতা দেখে নেওয়া এবং দোকানে এনসিইআরটি-র বইয়ের জোগানের মতো বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার সহযোগিতা চেয়েছেন তিনি। স্কুল খোলার বিষয়ে যে চূড়ান্ত সতর্কতা প্রয়োজন, মনে করিয়েছেন সে কথাও।
আরও পড়ুন: কোভিডে আক্রান্ত অফিসার, দিল্লিতে সিল করা হল নীতি-আয়োগ ভবন
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)