এ বার ধর্মীয় পর্যটনে ১৫০০ কোটি টাকা ঢালবে কেন্দ্র

ধার্মিক পর্যটকদের জন্য সুখবর। ১৫০০ কোটি টাকা ধর্মীয় পর্যটনে ব্যয় করতে চলেছে কেন্দ্র। ধর্মীয় পর্যটনকে ফোকাস করে এ বার রামায়ণ সার্কিট, কৃষ্ণ সার্কিট এবং বৌদ্ধ সার্কিট— এই ৩টি প্রকল্প আনতে চলেছে পর্যটন মন্ত্রক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ১৮:৫৫
Share:

—প্রতীকী চিত্র।

ধার্মিক পর্যটকদের জন্য সুখবর। ১৫০০ কোটি টাকা ধর্মীয় পর্যটনে ব্যয় করতে চলেছে কেন্দ্র। ধর্মীয় পর্যটনকে ফোকাস করে এ বার রামায়ণ সার্কিট, কৃষ্ণ সার্কিট এবং বৌদ্ধ সার্কিট— এই ৩টি প্রকল্প আনতে চলেছে পর্যটন মন্ত্রক। তবে আপাতত বিহার এবং উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ থাকবে এই পর্যটন।

Advertisement

পর্যটন মন্ত্রক সূত্রে খবর, রামায়ণ সার্কিটে অডিও-ভিসুয়াল সিস্টেমের মাধ্যমে অযোধ্যায় ভগবান কৃষ্ণের জীবন বর্ণনা করা হবে। সঙ্গে থাকবে বাল্মীকি এবং তুলসীদাসের জীবন কাহিনি। বৌদ্ধ সার্কিটে উত্তরপ্রদেশে ভগবান বুদ্ধের জীবন কাহিনি নিয়ে একটি থিম পার্ক করা হবে। আর মথুরা এবং বৃন্দাবনে গড়ে তোলা হবে কৃষ্ণা সার্কিট। এ ছাড়াও পর্যটক টানতে এই সমস্ত সার্কিটগুলোর সঙ্গে যোগাযোগের রাস্তার উন্নতি করা হবে। পর্যটকদের সুরক্ষায় লাগানো হবে সিসিটিভি। থাকছে ওয়াইফাইয়ের সুবিধা এবং গঙ্গার ঘাটের কাছে পোশাক বদলের ঘরেরও বন্দোবস্থ করবে পর্যটক মন্ত্রক।

আরও পড়ুন: নিয়ম ভাঙলেই ৫০ ডলার ফাইন কুম্বলের ভারতীয় দলে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement