বাড়ল বিমান ভাড়া। প্রতীকী চিত্র।
পেট্রল-ডিজ়েলের দামের পরে এ বার বিমান ভাড়া। তেলের চড়া দামের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ-সহ সাতটি বিরোধী-শাসিত রাজ্যকে দোষারোপ করার পরে আজ তাঁর সরকারের তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী বিমান ভাড়ার জন্য পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও দিল্লির সরকারের দিকে আঙুল তুললেন। তাঁর অভিযোগ, এই রাজ্যগুলি বিমানের জ্বালানির উপরে চড়া হারে ভ্যাট আদায় করে বলেই বিমানের ভাড়া কমেনি। উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, ‘‘বিমান ভাড়া কমানোর জন্য রাজ্যের দিকে আঙুল না তুলে কেন্দ্র এয়ার ট্রাফিক কন্ট্রোলে শুল্ক (৫%), অতিরিক্ত শুল্ক (১১%) এবং আবগারি শুল্ক (১১%) কমাক!’’
আগামী শনিবারই বিচার বিভাগে মামলার বোঝা নিয়ে সুপ্রিম কোর্ট ও রাজ্যের প্রধান বিচারপতিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক হবে। তার ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত মোদী সরকারের সঙ্গে বিরোধীশাসিত রাজ্যগুলির বিবাদের পারদ চড়ে রয়েছে। এই অসন্তোষের সঙ্গেই যোগ হয়েছে হরদীপ পুরীর কটাক্ষ। তেলমন্ত্রী জানিয়েছেন, ‘‘বিরোধী-শাসিত রাজ্যগুলি যদি বিদেশি মদে কর না কমিয়ে তেলে কর কমায়, তা হলে পেট্রল সস্তা হতে পারে।’’
এর সঙ্গেই পুরী আজ নতুন করে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লিকে নিশানা করে বলেছেন, এই রাজ্যগুলি বিমানের জ্বালানিতে ২৫ শতাংশের বেশি ভ্যাট আদায় করছে। অথচ বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে এই ভ্যাট মাত্র ১ শতাংশ। এই কারণেই বিমান ভাড়া কমছে না। উত্তরে টুইটারে সরব হয়েছেন মমতা। বলেছেন, ‘‘বিমান ভাড়া কমানোর জন্য রাজ্যের দিকে আঙুল না তুলে কেন্দ্র এয়ার ট্রাফিক কন্ট্রোলে শুল্ক (৫%), অতিরিক্ত শুল্ক (১১%) এবং আবগারি শুল্ক (১১%) কমাক!’’ সেই সঙ্গে তিনি যোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার বাগডোগরা এবং অন্ডাল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে করছাড় দিয়েই রেখেছে। বিমান ভাড়া কমানোর জন্য রাজ্য আগে থেকেই সক্রিয় রয়েছে বলে দাবি করে তিনি বলেন, কেন্দ্র বরং জ্ঞান না দিয়ে
কাজে করে দেখাক!