পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালানো ১৯ জন জওয়ানকে সাহসিকতার পদক দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এঁরা সেনাবাহিনীর স্পেশ্যাল ফোর্সের ৪ ও ৯ প্যারাট্রুপার ইউনিটের সদস্য। ৪ প্যারার মেজর রোহিত সুরি পাচ্ছেন কীর্তি চক্র। ওই দু’টি ইউনিটের আরও ৫ জন সেনা কম্যান্ডো পাবেন শৌর্য চক্র। দু’টি ইউনিটেরই কম্যান্ডিং অফিসার, কর্নেল কপিল যাদব ও কর্নেল হরপ্রীত সান্ধুকে যুদ্ধ সেবা পদকে ভূষিত করার সিদ্ধান্ত হয়েছে।
শাসক শিবিরের বক্তব্য, সেনাদের কৃতিত্ব নিজেদের বলে জাহির করে মোদী সরকার ও বিজেপি পঞ্জাব- উত্তরপ্রদেশের ভোটে ফায়দা তুলতে চাইছে বলে যে অভিযোগ উঠছিল তা খণ্ডন করার পথ তৈরি হল এতে। প্রবীণ বক্সি এবং পি এম হ্যারিজকে টপকে জেনারেল বিপিন রাওয়তকে সেনাপ্রধান করা নিয়েও বিতর্কের মুখে পড়েছিল সরকার। সূত্রের খবর, সেনাবাহিনীর ওই দুই প্রবীণতম অফিসারকেই পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত করা হচ্ছে।