কেন্দ্রীয় সরকার মঙ্গলবার জানিয়ে দিল, কোভিড টিকার বুস্টারের দ্বিতীয় ডোজ নেওয়ার কোনও প্রয়োজন নেই। ছবি: প্রতীকী
গোটা দুনিয়ায় কোভিড সংক্রমণের গ্রাফ ধীরে ধীরে উপরে উঠছে। বাড়ছে উদ্বেগও। এই পরিস্থিতিতে কোভিড টিকার বুস্টারের দ্বিতীয় ডোজ নেওয়া কতটা জরুরি, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্রীয় সরকার মঙ্গলবার জানিয়ে দিল, কোভিড টিকার বুস্টারের দ্বিতীয় ডোজ নেওয়ার কোনও প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রথমে গোটা দেশে বুস্টার টিকাকরণ শেষ করা জরুরি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। সক্রিয় রোগীর সংখ্যা সোমবারের তুলনায় কমেছে। মঙ্গলবার দেশে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ২,৫৮২। গত এক দিনে দেশে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২২ জন। আশার কথা, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে কারও মৃত্যু হয়নি। এখনও পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৭০৭ জনের।
এই পরিস্থিতিতে সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়। চিনে ক্রমেই বাড়ছে কোভিড সংক্রমণ। সে দেশ থেকে এখানে সংক্রমণ যাতে না ছড়ায়, তাই সক্রিয় কেন্দ্র। চিন-সহ ৬টি দেশফেরত যাত্রীদের জন্য আগেই কড়া বিধি জারি করেছিল কেন্দ্র। সোমবার ওই ৬টি দেশ ছুঁয়ে আসা বিমানে যাঁরা ভারতে আসবেন, তাঁদের জন্যও জারি হয়েছে কড়া বিধি। নতুন নিয়মে বলা হয়েছে, ওই ৬টি দেশের বিমানবন্দর দিয়ে যে সব আন্তর্জাতিক যাত্রী ভারতে আসবেন, তাঁদের বিমান ধরার ৭২ ঘণ্টা আগে কোভিডের আরটিপিসিআর রিপোর্ট দাখিল করতে হবে। অবশ্যই সেই রিপোর্ট নেগেটিভ হতে হবে। চিন ছাড়াও দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, হংকং, জাপান, সিঙ্গাপুরের ক্ষেত্রে এই নিয়ম জারি।