শিক্ষকের শাসনের বহর দেখে পুলিশের দ্বারস্থ হন অভিভাবকরা। মুম্বইয়ের একটি স্কুলের ঘটনা। —প্রতীকী চিত্র।
এক এক পড়ুয়াকে ধরে শ্রেণিকক্ষের বাইরে ছুড়ে দিচ্ছেন। তাদের বইখাতাও ছুড়ে ফেলছেন তিনি। এক শিক্ষকের এ হেন আচরণ দেখে স্তম্ভিত অভিভাবকেরা। স্কুলের সিসিটিভি ফুটেজ সামনে আসার পর এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। মুম্বইয়ের কান্দিবলীর একটি স্কুলের ঘটনা।
স্কুলের এই ঘটনাটি সামনে আসে এক অভিভাবকের মাধ্যমে। তিনি সন্তানের ব্যবহারের মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করেন। এর পর স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হন। তার পরই জানা যায় পুরো ঘটনা। পুলিশ সূত্রে খবর, ওই অভিভাবকের অভিযোগের পর স্কুলের সিসিটিভি ফুটেজ দেখা হয়। সেখানে দেখা যায় শাসনের নামে শিশুদের সঙ্গে যথেচ্ছ খারাপ ব্যবহার করছেন এক শিক্ষক। ওই স্কুলের শিশুশ্রেণির পড়ুয়া সংখ্যা ২৫। ভিডিয়ো ফুটেজে দেখা যায় তাদের কাউকে চড় মারছেন শিক্ষক। কাউকে বই দিয়ে পেটাচ্ছেন। কাউকে আবার শ্রেণিকক্ষের বাইরে ছুড়েই ফেলছেন। আরও এক শিক্ষককে পড়ুয়াদের সঙ্গে একই ভাবে খারাপ ব্যবহার করতে দেখা যায়।
পুলিশ সূত্রে খবর, গত ১৭ মার্চ ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করেন বেশ কয়েক জন অভিভাবক। এর পর তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর দৃশ্য। দেখা যায়, পড়ুয়াদের এই ভাবে দিনের পর দিন মারধর করেন শিক্ষক। এই ছবি দেখে স্কুল কর্তৃপক্ষও বিস্মিত। অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবি করেছেন অভিভাবকেরা। কচিকাঁচা পড়ুয়াদের মারধর, নির্যাতনের অভিযোগে স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।