National news

দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় সম্মতি সিবিএসই পরিচালন সমিতির

দশম শ্রেণিতে বোর্ডের পরীক্ষা বাধ্যতামূলক করতে চলেছে সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগ্জামিনেশন)। মঙ্গলবার বোর্ডের পরিচালন সমিতির বৈঠকে এমন প্রস্তাব গৃহীত হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ০৩:২৭
Share:

—প্রতীকী ছবি।

দশম শ্রেণিতে বোর্ডের পরীক্ষা বাধ্যতামূলক করতে চলেছে সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগ্জামিনেশন)। মঙ্গলবার বোর্ডের পরিচালন সমিতির বৈঠকে এমন প্রস্তাব গৃহীত হয়েছে।

Advertisement

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৮ শিক্ষাবর্ষ থেকেই দশম শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে বোর্ডের পরীক্ষা। যা এখন ঐচ্ছিক হিসাবে গণ্য হয়। এর আগে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর বোর্ড পরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব দেন।

২০১০ সাল থেকে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষাকে ঐচ্ছিক ঘোষণা করা হয়েছিল। সিবিএসই তরফে জানানো হয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বর নির্ণয়ের ক্ষেত্রে ৮০ শতাংশ ওয়েটেজ বা গুরুত্ব দেওয়া হবে মূল পরীক্ষাকে, বাকি ২০ শতাংশ দেওয়া হবে স্কুলের পরীক্ষাকে।

Advertisement

এ ছাড়াও কেন্দ্রীয় সরকারের সুপারিশ মেনে এবার থেকে নবম ও দশম শ্রেণিতেও তিনটি ভাষা শেখানোর সিদ্ধান্ত হয়েছে। এই ভাষাগুলি হল হিন্দি, ইংরেজি ও অন্য একটি আধুনিক ভারতীয় ভাষা। বর্তমানে এই তিন ভাষা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পড়ানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement