ব্যাঙ্ক প্রতারণা তদন্তে হানা সিবিআইয়ের

নীরব মোদী-মেহুল চোক্সীর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণার ঘটনার পর থেকে একের পর এক ব্যাঙ্ক প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, ২০১৮-১৯-য় ব্যাঙ্ক প্রতারণার অঙ্ক ৭১,৫০০ কোটি টাকায় পৌঁছেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৯ ০২:০৮
Share:

ফের বড় মাপের ব্যাঙ্ক প্রতারণার ঘটনা।

Advertisement

প্রায় ১১০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার বিরুদ্ধে মঙ্গলবার দেশ জুড়ে অভিযান চালাল সিবিআই। ১২টি রাজ্যের ১৮টি শহরের ৫০টি জায়গায় আজ হানা দেন গোয়েন্দারা। সাম্প্রতিক কালে সিবিআইয়ের এত বড় মাপের অভিযান হয়নি। সিবিআই জানিয়েছে, সম্প্রতি ১৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক প্রায় ১,১০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ জানিয়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই ১৭টি মামলা দায়ের করে আজ দেশ জুড়ে অভিযান চালানো হয়। আড়াইশো জনের বেশি সিবিআই অফিসারকে অভিযানে নামানো হয়েছিল। জালিয়াতি-প্রতারণায় অভিযুক্তদের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাঙ্ক অফিসারদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।

নীরব মোদী-মেহুল চোক্সীর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণার ঘটনার পর থেকে একের পর এক ব্যাঙ্ক প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, ২০১৮-১৯-য় ব্যাঙ্ক প্রতারণার অঙ্ক ৭১,৫০০ কোটি টাকায় পৌঁছেছে। ৬,৮০০-র বেশি প্রতারণার ঘটনা ঘটেছে। কিন্তু আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে দাবি করেন, ২০১৮-১৯-এ ব্যাঙ্ক প্রতারণার সংখ্যা ২০১৭-১৮-র তুলনায় কমে ৬,৭৩৫-এ নেমে এসেছে।

Advertisement

প্রতারণা রুখতে এর আগে রিজার্ভ ব্যাঙ্ক আরও ক্ষমতা দাবি করলেও অর্থ মন্ত্রক তা মানতে চায়নি। আজ অর্থমন্ত্রী পুরনো অবস্থানই স্পষ্ট করে জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের বহুমাত্রিক ও সার্বিক ক্ষমতা রয়েছে। যাতে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করা যায়। তা আরও ভাল করার জন্য সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের আলোচনা চলতে থাকে।

অর্থ মন্ত্রক যা-ই বলুক, ব্যাঙ্ক প্রতারণার ঘটনা যে থামছে না, আজ সিবিআই হানা থেকেই তা স্পষ্ট। নীরব মোদীর মতোই আরেক হীরে ব্যবসায়ী যতীন মেহতা উইনসাম ডায়মন্ড-এর বিরুদ্ধে এক্সিম ব্যাঙ্কের প্রতারণার অভিযোগে আজ সিবিআই মুম্বইতে তল্লাশি চালিয়েছে। এক্সিম ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, সিডবি, কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদার অভিযোগের ভিত্তিতেও দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, লুধিয়ানা-সহ ১৮টি শহরে তল্লাশি চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement