প্রাক্তন অর্থসচিবের দু’টি ঠিকানায় সিবিআইয়ের অভিযান। — ফাইল ছবি।
প্রাক্তন অর্থসচিবের বাড়িতে সিবিআইয়ের অভিযান। দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রাক্তন অর্থসচিব অরবিন্দ মায়ারামের দিল্লি ও জয়পুরের বাড়িতে তল্লাশি অভিযান চলে।
কেন্দ্রীয় অর্থসচিব থাকাকালীন সময় টাঁকশালে টাকা ছাপানোয় দুর্নীতির অভিযোগ ওঠে। তার তদন্তে নামে সিবিআই। সেই মামলাতেই বৃহস্পতিবার অরবিন্দের দিল্লি ও জয়পুরের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই।
সিবিআইয়ের এক আধিকারিক বলেন, ‘‘নোট ছাপানোর ক্ষেত্রে তৎকালীন অর্থসচিব অরবিন্দের বিরুদ্ধে বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল। আমরা সেই অভিযোগের তদন্ত করছি।’’ ২০১৭-এর ১৪ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রকের এক আধিকারিকের মাধ্যমে অভিযোগ দায়ের হয়। তবে শুধু অরবিন্দই নন, সিবিআইয়ের তালিকায় রয়েছে অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কয়েক জন আধিকারিকের নামও।