উন্নাও-তদন্তে আরও সময়

এমসে ভর্তি ধর্ষিতা ও তাঁর আইনজীবীর বয়ান রেকর্ড করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এই অতিরিক্ত সময় চায় তদন্তকারী সংস্থাটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৯ ০৩:৪০
Share:

প্রতীকী ছবি।

উন্নাও মামলার গাড়ি দুর্ঘটনার তদন্তে আরও দু’সপ্তাহ সময় পেল সিবিআই। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চের সামনে দুর্ঘটনার তদন্তে অতিরিক্ত চার সপ্তাহ সময় চেয়েছিল তারা।

Advertisement

এমসে ভর্তি ধর্ষিতা ও তাঁর আইনজীবীর বয়ান রেকর্ড করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এই অতিরিক্ত সময় চায় তদন্তকারী সংস্থাটি। কিন্তু শীর্ষ আদালত তাঁদের সেই আর্জি পুরোপুরি মেনে নেয়নি।

২৮ জুলাই উন্নাওয়ের ধর্ষিতা, তাঁর আইনজীবী এবং পরিবারের সদস্যরা যখন রায়বরেলীর পথে, তখন একটি নম্বর ঢাকা ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারে। নির্যাতিতার দুই আত্মীয় মারা যান। গুরুতর আহত ওই ধর্ষিতা ও তাঁর আইনজীবী এখনও এমসে ভর্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement