National news

দু’কোটির বাতিল নোট বদলাতে গিয়ে ধৃত আরও দুই আরবিআই কর্মী

দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার সর্বোচ্চ সংস্থাতেই আবার ধরা পড়ল কালো লেনদেনের ঘটনা। কালো টাকা সাদা করে দিতে গিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন আরও দুই রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) কর্মী। এ বারও বেঙ্গালুরুতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ২০:০৫
Share:

প্রতীকী ছবি।

দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার সর্বোচ্চ সংস্থাতেই আবার ধরা পড়ল কালো লেনদেনের ঘটনা। কালো টাকা সাদা করে দিতে গিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন আরও দুই রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) কর্মী। এ বারও বেঙ্গালুরুতে। এই নিয়ে মোট তিন জন আরবিআই কর্তাকে চোরাপথে নোট বদলের অপরাধে গ্রেফতার করল সিবিআই। তাঁদের ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে বেঙ্গালুরু আদালত।

Advertisement

সিবিআই সূত্রের খবর, ধৃতেরা হলেন আরবিআইয়ের ক্যাশ ডিপার্টমেন্টের সিনিয়র স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট সদানন্দ নাইক এবং স্পেশ্যাল অ্যাসিস্টেন্ট একে কেভিন। শনিবার বেঙ্গালুরু ব্যাঙ্কের শাখায় সন্দেহজনক লেনদেনের খবর পাওয়া সিবিআই। কয়েকজন অজানা ব্যক্তির কাছ থেকে এক কোটি ৯৯ লক্ষ টাকার পুরনো নোট নিয়ে ধৃত দুই আরবিআই কর্মী তা বদলে দিচ্ছিলেন। যা ধৃতদের হাত বদল হয়ে ফের ওই অজানা ব্যক্তিদের কাছেই পৌঁছনোর কথা ছিল বলে সিবিআইের মুখপাত্র দেবপ্রীত সিংহ জানিয়েছেন। খবর পেয়ে ব্যাঙ্ক থেকেই হাতেনাতে গ্রেফতার করা হয় তাঁদের। পুরো পদ্ধতিটির পিছনে আরও অনেক ব্যাঙ্ককর্মীর যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করছেন তদন্তকারীরা। কারা সেই অজানা ব্যক্তি আর কোন কোন ব্যাঙ্ককর্মী বা এই ঘটনায় যুক্ত রয়েছে তা জানতে ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

সপ্তাহখানেক আগেই একই ভাবে পুরনো নোট বদলাতে গিয়ে কে মাইকেল নামে আরবিআইয়ের এক স্পেশ্যাল অ্যাসিস্টেন্টকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই ঘটনায় আরও বেশ কয়েকজন আরবিআই কর্মীর নাম জড়িয়েছিল। গোপনে তাঁদের খোঁজ করছিল সিবিআই। সেই সূত্র ধরেই এ দিন আরও দুই আরবিআই কর্তাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: নোট-বাতিল আসলে ‘মোদী-মেড ডিজাস্টার’, ফের তোপ রাহুলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement