ভূপেন হাজরিকা
কোথায় আছে ভূপেন হাজরিকার ভারতরত্ন— জানতে চেয়ে মামলা দায়ের হল। দিসপুর থানায় ডায়েরিটি করেছেন লেনিন সৌরভ বরা। গত ৮ অগস্ট রাষ্ট্রপতির হাত থেকে ভূপেনবাবুর মরণোত্তর ভারতরত্ন পুরস্কার গ্রহণ করেছিলেন প্রবাসী ছেলে তেজ হাজরিকা।
১০ অগস্ট সস্ত্রীক গুয়াহাটি আসেন তিনি। বাবার সমাধিস্থল ঘুরে দেখার পরে ঘোষণা করেন, এই পুরস্কার অসমের মানুষের। তা অসমেই সংরক্ষিত রাখা হবে। কিন্তু ভূপেন হাজরিকা ট্রাস্ট ও পরিবারের দাবি, তেজ কানাডা ফিরে যাওয়ার সময় পুরস্কার হস্তান্তর করে যাননি। রাজ্য সরকারও কিছু বলতে পারছে না।
বিষয়টি নিয়ে তেজের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও জবাব মেলেনি। ভূপেনবাবুর ভ্রাতৃবধূ মনীষা হাজরিকা বলেন, ‘‘ভারতরত্ন কোথায় আছে সে ব্যাপারে পরিবার অন্ধকারে।’’