মোরেতে জারি কার্ফু

ইনারলাইন পারমিট চালু করার দাবিতে মণিপুর-মায়ানমার সীমান্তের মোরেতে উত্তেজনা ছড়ানোর ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ আজ সেচমন্ত্রী গামথাং হাওকিপের নেতৃত্বে রাজ্য সরকারের একটি প্রতিনিধি দলকে মোরে পাঠান।

Advertisement
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০২:৩৩
Share:

ইনারলাইন পারমিট চালু করার দাবিতে মণিপুর-মায়ানমার সীমান্তের মোরেতে উত্তেজনা ছড়ানোর ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ আজ সেচমন্ত্রী গামথাং হাওকিপের নেতৃত্বে রাজ্য সরকারের একটি প্রতিনিধি দলকে মোরে পাঠান। গত কাল দফায় দফায় উত্তেজনার জেরে মোরেতে বহু দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন জখম হন। মোরেতে কার্ফু জারি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement