J P Nadda

চুরি গেল জে পি নড্ডার স্ত্রীর গাড়ি, দিল্লির সার্ভিস সেন্টার থেকে উধাও! খুঁজছে পুলিশ

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার স্ত্রী মল্লিকা নড্ডার গাড়ি চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। গত ১৯ মার্চ সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছিল গাড়িটি। সেখান থেকেই সেটি উধাও হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৪ ০৭:৫৪
Share:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। —ফাইল চিত্র।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার স্ত্রী মল্লিকা নড্ডার গাড়ি চুরি গিয়েছে। দিল্লির গোবিন্দপুরী এলাকায় একটি সার্ভিস সেন্টারে গাড়িটিকে পাঠানো হয়েছিল। সেখান থেকে গাড়ি চুরি গিয়েছে বলে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

মল্লিকা ফরচুনা কার ব্যবহার করেন। গাড়ির চালক সংশ্লিষ্ট থানায় গাড়ি চুরির অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে দায়ের করা হয়েছে এফআইআর। অভিযোগপত্রে চালক জানিয়েছেন, গত ১৯ মার্চ চার চাকার গাড়িটিকে নিয়ে তিনি গোবিন্দপুরী এলাকার সার্ভিস সেন্টারে গিয়েছিলেন। গাড়িটির কলকব্জা সব ঠিক আছে কি না, তা যাচাই করতেই সেটিকে সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছিল।

চালক জানিয়েছেন, বিকেল ৩টে নাগাদ গাড়িটি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলেন তিনি। তার পর বাড়ি ফিরে এসেছিলেন দুপুরের খাবার খাওয়ার জন্য। খেয়ে আবার সার্ভিস সেন্টারে যান তিনি। কিন্তু অভিযোগ, তত ক্ষণে গাড়ি উধাও হয়ে গিয়েছে। এর পরেই থানায় যান তিনি।

Advertisement

চালকের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ ঘেঁটে গাড়ির সন্ধান চলেছে। ফুটেজ অনুযায়ী, কেউ বা কারা গাড়িটিকে নিয়ে গুরুগ্রামের দিকে গিয়েছেন। ছ’দিন কেটে গেলেও এখনও নড্ডার স্ত্রীর সেই গাড়িটি উদ্ধার করা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement