বায়ুদূষণে নাগরিক প্রাণ হাঁসফাস করছে বুঝি? প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য উপায় নেই? ভাবছেন পাহাড়ে যাবেন মুক্ত বায়ুর খোঁজে? তার বোধহয় আর প্রয়োজন পড়বে না। পকেটে মোটা টাকা থাকলেই হল। এ বার থেকে আপনাকে বোতলবন্দি টাটকা বাতাসের জোগান দেবে একটি কানাডার একটি কোম্পানি। ইতিমধ্যেই চিনে এই ‘টাটকা’ বাতাসের জোগান দিচ্ছে কোম্পানিটি। শ্বাস প্রতি টাটকা বাতাসের দাম ১২ টাকা ৫০ পয়সা!
আলবার্তা প্রদেশের ভায়টালিটি এয়ার নামে কোম্পানিটি এ দেশে বোতল বন্দি বাতাস বিক্রি করতে রেডি। ৩ লিটার একটি বোতলের দাম ৭২৫ টাকা আর ৮ কেজি বাতাসের দাম ১,৪০০ টাকা। গত বছর চিনে এই বোতল বাতাস বেচতে এসে হইচই ফেলে দিয়েছিল এই সংস্থাটি। সে দেশে বায়ুদূষণের মাত্রা ভয়াবহ। চিনে কিন্তু বাতাস বিক্রি প্রচুর লাভ করেছিল এই সংস্থা।
ভায়টালিটি এয়ারের প্রতিষ্ঠাতা মসেস ল্যাম একটি সংবাদ সংস্থাকে বলেছেন ‘‘ভারতে বায়ুদূষণ চিনের থেকে অনেক বেশি। আশা করছি এখানেই আমাদের সবথেকে বড় মার্কেটটা তৈরি হবে।’’
আরও পড়ুন
মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রাহুলকে চাইলেন প্রশান্ত