এই ছবিতে ঘোড়া দেখতে পাচ্ছেন?
আবারও একটা চ্যালেঞ্জ হয়ে যাক! তবে এ বার খেলাটা একটু বুদ্ধির। জঙ্গল থেকে বাঘ খোঁজা নয় বা পাথুরে উঠোন থেকে ব্যাঙ। এ ক্ষেত্রেও ব্যাঙ। তবে এই ব্যাঙ আপনার সামনেই থাকবে। তবে আপনাকে খুঁজতে হবে ব্যাঙের মধ্যে একটি ঘোড়ার অবয়ব লুকিয়ে আছে। সেটাই খুঁজে বার করার চ্যালেঞ্জ।
ছবির মধ্যে ছবি, এমন ধাঁধা হয়তো আগেও সমাধান করার চেষ্টা করেছেন। তাই আরও এক বার চেষ্টা করা যায়। এই ছবিই আবার বলে দেবে যে, আমরা চর্মচক্ষে যা সরাসরি দেখি, অনেক সময় সেটা ভ্রমও হতে পারে, পরিভাষায় যাকে বলে ‘অপটিক্যাল ইলিউশন’। সাদা-কালো যে ব্যাঙটির ছবি রয়েছে এখানে, সেটা শুধু ব্যাঙ নয়। একটি ঘোড়াও।
ছবিটা একটু বাঁ দিকে ঘোরালেই বুঝতে পারবেন।
তা হলে ব্যাঙের মধ্যে ঘোড়া খোঁজার চ্যালেঞ্জটা এক বার নিয়ে ফেলবেন নাকি।