মুম্বইয়ে আজাদির ডাক

নরেন্দ্র মোদী সরকারের নাগরিক পঞ্জি এবং নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় অগস্ট ক্রান্তি ময়দানের সভায় বক্তারা সকলেই বিভেদের নীতির বিরুদ্ধে সুর চড়ান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০৪:৪২
Share:

মুম্বইয়ের রাস্তায় নমাজ পাঠ করে সিএএ-এনআরসি-র প্রতিবাদ। বৃহস্পতিবার। ছবি: এপি

এনআরসি পে হাল্লা বোল, সিএবি পে হাল্লা বোল..। এনআরসি সে আজাদি, সিএবি সে আজাদি..।

Advertisement

তিন বছর আগের বাম ছাত্রনেতা কানহাইয়া কুমারের ‘আজাদি’র সঙ্গেই শোনা গেল তিন দশক আগে খুন হওয়া বামপন্থী নাট্যকার সফদর হাসমির ‘হাল্লা বোল’। অভিনেত্রী স্বরা ভাস্করের তোলা স্লোগানে গলা মেলাল ভিড়ে ঠাসা অগস্ট ক্রান্তি ময়দান।

নরেন্দ্র মোদী সরকারের নাগরিক পঞ্জি এবং নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় অগস্ট ক্রান্তি ময়দানের সভায় বক্তারা সকলেই বিভেদের নীতির বিরুদ্ধে সুর চড়ান। এ দিনের সভার মূল উদ্যোক্তা মুম্বইয়ের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়-উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। তাঁদের সঙ্গে হাত মিলিয়ে সমাবেশের ডাক দিয়েছিল একাধিক সংগঠনও। সেখানেই সুশৃঙ্খল কিন্তু সরকারের নীতিতে ক্ষুব্ধ জনতার মাঝে দাঁড়ানো টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স (টিআইএসএস)-এর ছাত্র ফাহাদ আহমেদের সঙ্গেই গলা মিলিয়েছেন মোদী সরকারের নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করে ‘সাবধান ইন্ডিয়া’ অনুষ্ঠানের সঞ্চালকের চাকরি খোয়ানো অভিনেতা সুশান্ত সিংহ।

Advertisement

সরকারের নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন ফারহান আখতার, জাভেদ জাফরি, আদিতি রাও হায়দরি, হুমা কুরেশি, পরিচালক কবীর খান, মিনি মাথুর, নিখিল আডবাণী, অনুভব সিনহা, অনুরাগ কাশ্যপ, রাহুল বোস, রাহুল ঢোলাকিয়া-সহ রূপোলি জগতের একাধিক পরিচিত মুখ। ক’দিন আগেই জামিয়া মিলিয়ায় পুলিশি তাণ্ডবের পরে মুম্বইয়ের তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement