বাস উল্টে পড়ল খালে। ছবি: সংগৃহীত।
যাত্রীবোঝাই বাস খালে পড়ে যাওয়ায় মৃত্যু হল আট জনের। আহত হয়েছেন অন্তত ৩০। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়।
পুলিশ জানিয়েছে, ভুবনেশ্বর থেকে হায়দরাবাদের দিকে যাচ্ছিল ওই বেসরকারি বাসটি। পথে একটি সেতুর ডিভাইডার পার হতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। যদিও বাসযাত্রীদের একাংশের অভিযোগ, ভোরের দিকে প্রায় ঘুমিয়ে পড়েছিলেন বাসচালক। সেই কারণেই বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।
আরও পড়ুন
সানাইয়ের সুরে হোম ছাড়লেন যমুনা
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে বাসের সামনের দিক পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এঁদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ দিন দুপুর পর্যন্ত কয়েক জন যাত্রী বাসে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গ্যাসকাটারের সাহায্যে বাসের অংশ কেটে তাঁদের বের করার চেষ্টা করছে উদ্ধারকারী দল।
আরও পড়ুন