বাস এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষের সেই দৃশ্য ধরা পড়েছে সিটিটিভি ক্যামেরায়। ছবি: সংগৃহীত।
দ্রুত গতিতে একটি বাস এগিয়ে আসছিল। বাঁক নেওয়ার সময় সেটি কিছুটা পাশের লেনে ঢুকে পড়ে। সে সময় উল্টো দিক থেকে একটি গাড়ি আসছিল। বাঁক নেওয়ার সময় কাছাকাছি চলে আসায় বাসচালক কাটানোর চেষ্টা করেন, কিন্তু পারেননি। গাড়ির ডান দিকের সঙ্গে বাসের ডান দিকের জোর সংঘর্ষ হয়।
সেই সংঘর্ষে মূল রাস্তা থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে গাড়িটি। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গির্জার গেটে সজোরে গিয়ে ধাক্কা মারে। আর সঙ্গে সঙ্গে কংক্রিটের বিশাল বড় গেট বাসের উপরে ভেঙে পড়ে। বাসের সামনের অংশ পুরো দুমড়েমুচড়ে যায়। ভয়ানক এই দুর্ঘটনাটি শনিবার ঘটেছে কেরলের পাথানামথিতা জেলার কিঝাভাল্লোরে।
পুলিশ সূত্রে খবর, দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ কেরল পরিবহণের একটি বাস পাথানামথিতা থেকে তিরুঅনন্তপুরমে যাচ্ছিল। ফাঁকা রাস্তা থাকায় দুরন্ত গতিতে ছুটছিল বাসটি। কোন্নির কাছে রাস্তায় বাঁক নেওয়ার সময় বাসটি পাশের লেনে ঢুকে পড়েছিল। সেই সময় একটি গাড়ি ওই লেন ধরেই পাথানামথিতার দিকে যাচ্ছিল। বাঁক নেওয়ার সময়েই গাড়িটিকে ধাক্কা মারে সরকারি বাসটি। তার পরই সেটি সোজা গিয়ে ধাক্কা মারে একটি গির্জার মূল গেটে। এই ঘটনায় মোট ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাসচালক এবং বাসের এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।