Uttarakhand Bus Accident

উত্তরাখণ্ডে পিকনিকে যাওয়ার পথে পড়ুয়াদের নিয়ে উল্টে গেল স্কুলবাস, মৃত এক শিশু ও শিক্ষক

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্কুলের পড়়ুয়াদের নিয়ে পিকনিকে যাচ্ছিলেন স্কুলের শিক্ষকরা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। বাসের ভিতরে ৫১ জন শিশু ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

দেহরাদূন শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ২০:৪৪
Share:

দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস। ছবি পিটিআই।

পড়ুয়াদের নিয়ে বনভোজনে যাওয়ার পথে উত্তরাখণ্ডে উল্টে গেল বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক পড়ুয়া এবং এক শিক্ষকের। গুরুতর আহত অবস্থায় অনেক পড়ুয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সে রাজ্যের সিতারগঞ্জ অঞ্চলে।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিশু দিবস উপলক্ষে একটি স্কুলের পড়়ুয়াদের নিয়ে পিকনিকে যাচ্ছিলেন স্কুলের শিক্ষকরা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। বাসের ভিতরে ৫১ জন শিশু ছিল। দুর্ঘটনার পর শিশুরা কান্নাকাটি শুরু করেন। তাদের সাহায্য করার জন্য কাতর আর্জি জানান। শিশুদের কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার খবর পেয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ জানান মুখ্যমন্ত্রী। বিবৃতিতে লেখা হয়, “আমি শুনেছি রাজ্যের সিতারগঞ্জে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে। খুবই দুঃখের সঙ্গে যাচ্ছি, ওই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement