চলন্ত বাসে বিস্ফোরণের পনেরো দিনের মাথায় ফের বাসের মধ্যে বিস্ফোরণে আতঙ্ক ছড়াল হরিয়ানায়। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ফতেহাবাদ জেলার ভুনা এলাকায় একটি বাসে বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় গুরুতর জখম ভগীরথ লোহার ও তাঁর স্ত্রী রাজ বালাকে উদ্ধার করে ফতেহাবাদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে গত পাঁচ মাসে অন্তত চার চারটি ছোট ও মাঝারি মাপের বিস্ফোরণের ঘটনা ঘটল হরিয়ানায়।
গত ২৬ মে হরিয়ানা থেকে চণ্ডীগড় যাওয়ার পথে চলন্ত বাসে বিস্ফোরণের ফলে আহত হন অন্তত ১২ জন যাত্রী। আজকের বিস্ফোরণের সঙ্গে সে দিনের ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পটাশ জাতীয় কোনও রাসায়নিক পদার্থ থেকেই এই বিস্ফোরণটি ঘটেছে। কিন্তু প্রশ্ন, বাসে ওই রাসায়নিক এল কী ভাবে? তাদের মতে, হরিয়ানার বেশ কিছু খামারে পাখি তাড়াতে এই ধরনের পদার্থ ব্যবহার করা হয়। হয়তো সে কারণেই কেউ সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। তবে পুরো বিষয়টাই তদন্তসাপেক্ষ। তা ছাড়া এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার না করায় জঙ্গিযোগ নিয়েও ধন্দে রয়েছে পুলিশ।