বুরহানও জাকিরের ভক্ত! টুইট সে কথাই বলছে

বাংলাদেশের ঘাতক জঙ্গির মতো কাশ্মীরের নিহত হিজবুল নেতাও ছিল জাকির নাইকের ভক্ত! এর প্রমাণ মিলল বুরহান ওয়ানির করা শেষ টুইটে। গত শুক্রবার ৮ জুলাই কাশ্মীরে সেনার হাতে মৃত্যু হয় ২২ বছরের বুরহানের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ১৩:১৩
Share:

বুরহান ওয়ানি। ইনসেটে জাকির নাইক।

বাংলাদেশের ঘাতক জঙ্গির মতো কাশ্মীরের নিহত হিজবুল নেতাও ছিল জাকির নাইকের ভক্ত! এর প্রমাণ মিলল বুরহান ওয়ানির করা শেষ টুইটে। গত শুক্রবার ৮ জুলাই কাশ্মীরে সেনার হাতে মৃত্যু হয় ২২ বছরের বুরহানের। সে দিনই টুইটারে বুরহান লিখেছিল, “জাকির নাইককে সমর্থন করুন নইলে এমন সময় আসবে যখন কোরান পাঠ নিষিদ্ধ হয়ে যাবে”। এটাই ছিল বুরহানের শেষ টুইট। বুরহান ভাই নামে ওই টুইটার অ্যাকাউন্ট চালাত সে।

Advertisement

এর আগে বাংলাদেশের গুলশনের রেস্তোরাঁয় হামলাকারী অন্তত দু’জনের অভিভাবক অভিযোগ করেছিলেন, জাকির নাইকের বক্তৃতা শুনেই তাঁদের ছেলেরা জঙ্গি ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিল। মুম্বইয়ের এই ইসলামি প্রচারক একটি ধর্মীয় চ্যানেল চালান। সেখানে বিদ্বেষমূলক বক্তৃতার অভিযোগ উঠেছে জাকিরের বিরুদ্ধে। চ্যানেলটির সম্প্রচার বন্ধ করা হয়েছে ভারতে। ব্রিটেন, আমেরিকায় চ্যানেলটি নিষিদ্ধ। নিষিদ্ধ মালয়েশিয়ার মতো মুসলিম প্রধান দেশেও। বাংলাদেশেও নিষিদ্ধ হতে চলেছে চ্যানেলটি।

শুধু চ্যানেল বন্ধ করে দেওয়াই নয়, জাকির নাইকের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে নয়াদিল্লি। জাকিরের সমস্ত বক্তৃতার সিডি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আরও খবর...

তরুণ জঙ্গির মৃত্যুতে তপ্ত কাশ্মীর, হত ১৫

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement