Jammu and Kashmir

জম্মু-কাশ্মীরের রাস্তায় দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার! আত্মহত্যা না কি খুন? বাড়ছে রহস্য

উধমপুর পুলিশ জানিয়েছে, রেম্ভাল থানায় খবর যায় দুই পুলিশকর্মী সোপোর থেকে এসটিসি তালওয়ারার দিকে যাচ্ছিলেন। গাড়িতে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১১:৪৮
Share:

জম্মু-কাশ্মীরে দুই পুলিশকর্মীর দেহ উদ্ধারে চাঞ্চল্য। প্রতিনিধিত্বমূলক ছবি।

জম্মু-কাশ্মীরের উধমপুরে রহস্যজনক ভাবে দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল। আত্মহত্যা না কি খুন তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর পরই পুলিশের শীর্ষকর্তারা উধমপুরে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। রবিবার সকালে দুই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়।

Advertisement

উধমপুর পুলিশ জানিয়েছে, রেম্ভাল থানায় খবর যায় দুই পুলিশকর্মী সোপোর থেকে এসটিসি তালওয়ারার দিকে যাচ্ছিলেন। গাড়িতে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। জঙ্গি হামলা হয়েছে, না কি আত্মহত্যা, তা নিয়েই এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও পুলিশ প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ উধমপুরের কালীমাতা মন্দিরের কাছে একটি জিপ দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁদের সন্দেহ হওয়ায় জিপের সামনে যেতেই চমকে ওঠেন। তাঁরা দেখেন, জিপের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে দুই পুলিশকর্মীর দেহ। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে এক জন পুলিশের গাড়ির চালক, অন্য জন হেড কনস্টেবল। জানা গিয়েছে, ওই গাড়িতে আরও এক পুলিশকর্মী ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement