ফাইল চিত্র।
অন্তর্বর্তী বাজেটে রোজ ১৭ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করে কৃষকদের অপমান করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। শুক্রবার সংসদে বাজেট প্রস্তাব পেশ হওয়ার পর এই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
এ দিনের বাজেট প্রস্তাবে কৃষকদের জন্য একটি অনুদান প্রকল্পের ঘোষণা করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গোয়েল। তিনি জানান, যে চাষিদের ২ একরের চেয়েও কম জমি রয়েছে, তাঁদের বছরে ৬ হাজার টাকা করে নগদ দেওয়া হবে। আর সেই টাকাটা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে, ‘প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প’।
তারই প্রেক্ষিতে ‘আখরি জুমলা বাজেট’ হ্যাশট্যাগ দিয়ে করা টুইটে কংগ্রেস সভাপতি লিখেছেন, “প্রিয় নমো, আপনার অযোগ্যতা এবং অহঙ্কার আমাদের কৃষকদের জীবন শেষ করে দিয়েছে। রোজ ১৭ টাকা করে অনুদান দিয়ে তাঁদের অপমান করা হল।’’
আরও পড়ুন- মনমোহন বললেন, ভোটের বাজেট, চিদম্বরমের কথায় ‘অ্যাকাউন্ট ফর ভোট’!
রাহুলের এই সমালোচনার জবাব দিতে ছাড়েনি বিজেপি। বিজেপি শিবিরের তরফে অবশ্য প্রথমে আক্রমণটা শানান ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গোয়েল। সরাসরি রাহুলের নাম না নিলেও গাঁধী পরিবারকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, “ বিভিন্ন সময় দেখা গিয়েছে, বড় খানদানের ছেলেমেয়েরা বাতানুকূল ঘরে বসে গরীব কৃষকদের আসল অবস্থা বুঝে উঠতে পারে না।’’
কৃষক, চাষি, শ্রমিক এবং মধ্যবিত্তদের জন্য একগুচ্ছ নতুন প্রকল্প ঘোষণার পর বিরোধীদের বিঁধতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বাজেট নিয়ে টেলিভিশনে বক্তব্য রাখতে গিয়ে তিনিও জানান, “ এই বাজেট সবে ‘ট্রেলার’, যা লোকসভা নির্বাচনের পর ভারতকে নিয়ে যাবে উন্নয়নের আসল গন্তব্যে।’’ পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই বাজেটে সরাসরি উপকৃত হবেন দেশের অন্তত ১৫ কোটি মানুষ। এই তালিকায় তিনি রেখেছেন দেশের বারো কোটি চাষি, তিন কোটি বেতনভুক কর্মচারি এবং তাঁদের পরিবারকে।
আরও পড়ুন- ভোট বাজেট: কৃষক আর শ্রমিকের মন পেতে একগুচ্ছ ঘোষণা
বাজেট নিয়ে এই রাজনৈতিক তরজার মধ্যেই উঠে আসে নোটবন্দী প্রসঙ্গও। নোটবন্দী পরবর্তী সময়ে যে ভাবে কর্মসংস্থান, গড় জাতীয় উত্পাদন সহ আরও অন্যান্য সাফল্যের কথা প্রচার করা হচ্ছে কেন্দ্রের তরফে, তাই নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের কটাক্ষ, “ তা হলে হয়ে যাক আরও একটা নোটবন্দী।’’