প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র মেলার পর এ বার অসমের সব সীমান্ত-ফাঁড়ির (বর্ডার আউট পোস্ট বা বিওপি) কাছে মোবাইল টাওয়ার বসাতে চলেছে বিএসএনএল। বিএসএনএলের চিফ জেনারেল ম্যানেজার রাজীব যাদব জানান, গোটা উত্তর-পূর্বে প্রায় সাড়ে চারশো বিওপি রয়েছে। এর মধ্যে অসমে বিওপির সংখ্যা দুশোর সামান্য কম। বিএসএনএল ২০১৭ সালের মধ্যে সব ক’টি বিওপিতে মোবাইল টাওয়ার বসাবে।