অসমের সব সীমান্ত-ফাঁড়ির (বর্ডার আউট পোস্ট বা বিওপি) কাছে মোবাইল টাওয়ার বসাবে বিএসএনএল। বিএসএনএলের চিফ জেনারেল ম্যানেজার রাজীব যাদব জানান, উত্তর-পূর্বে প্রায় সাড়ে চারশো বিওপি রয়েছে। এর মধ্যে অসমে বিওপির সংখ্যা দুশোর সামান্য কম। বিএসএনএল ২০১৭ সালের মধ্যে সব ক’টি বিওপিতে মোবাইল টাওয়ার বসাবে। তাঁর কথায়, ১০ জিবি ব্যান্ডউইথ ব্যবহার করে উত্তর-পূর্বের সব ক’টি রাজধানীকে এক সূত্রে গাঁথতে পাওয়ার গ্রিড কর্পোরেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বিএসএনএল। এ জন্য পাওয়ার গ্রিডকে বছরে ৫০ কোটি টাকা দেবে বিএসএনএল।