India-Bangladesh Border

ত্রিপুরায় সীমান্তে বাড়তি সতর্কতা

রাজ্যে যে কোনও ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতে বিএসএফের পাশাপাশি ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানদের সতর্ক থাকতে বলা হয়েছে ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ০৯:২৮
Share:

ভারত-বাংলাদেশ সীমান্তের ত্রিপুরার অংশে বিএসএফ টহল দিচ্ছে। আগরতলার লঙ্কামুড়া এলাকায়। ছবি: বাপী রায়চৌধুরী।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশের সীমান্তের ত্রিপুরার অংশে প্রত্যেক সময়ই নিরাপত্তা কঠোর করে প্রশাসন। তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতির ফলে এ বার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ এবং বিএসএফ। রাজ্যে যে কোনও ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতে বিএসএফের পাশাপাশি ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানদের সতর্ক থাকতে বলা হয়েছে বলে মন্তব্য করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন।

Advertisement

তিনি বলেন, রবিবার সারা রাজ্যে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করা হবে। বাংলাদেশ থেকে যাতে কোনও জঙ্গি বা মৌলবাদী গোষ্ঠীর সদস্য ত্রিপুরায় ঢুকতে না পারে সে জন্য সীমান্তে বিএসএফকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। সীমান্তের এ পারের এলাকায় মোতায়েন করা হয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসকে। পাশাপাশি আগরতলা-সহ রাজ্যের নানা শহরে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement