রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই চাপ বাড়ল বিএসএফের উপর। বিজেপি সরকারে এলে সীমা সুরক্ষায় বাড়তি জোর দেওয়া হবে বলে নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছিল।
রাজ্যে বিজেপি সরকার গঠনের সবে সপ্তাহ পার হয়েছে। এর মধ্যেই সীমা সুরক্ষায় তৎপরতা বাড়িয়েছে বিএসএফ। গত কালই করিমগঞ্জের কুশিয়ারা নদী-সীমান্ত পরিদর্শন করেন বিএসএফের অতিরিক্ত মহানির্দেশক এ পি মাহেশ্বরী। তিনি করিমগঞ্জের কুশিয়ারা নদীর সাড়ে তিন কিলোমিটার উন্মুক্ত সীমান্তও ঘুরে দেখেন। সেই সঙ্গে সুতারকান্দি স্থল সীমান্তও ঘুরে দেখেন তিনি।
করিমগঞ্জ শহরের সরিষা থেকে দেওপুর পর্যন্ত নদী সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো এখন পর্যন্ত সম্ভব হয়নি। অভিযোগ, এই উন্মুক্ত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। করিমগঞ্জের নদী সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে গিয়ে স্থানীয় মানুষের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে ১৫০ মিটারের ছাড় দিতে গেলে করিমগঞ্জের প্রতিষ্ঠিত ধর্মস্থান, জেলা দায়রা জজের আদালত, সন্তর বাজার প্রভৃতি এলাকা বেড়ার বাইরে চলে যাবে। এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নদীর তীর দিয়ে বেড়া বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।