British Prime Minister

প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

এর আগে ১৯৯৩ সালে শেষ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন মেজর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ১৭:৪৯
Share:

বরিস জনসন— ফাইল চিত্র।

আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে দেখা যাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ব্রিটেনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নয়াদিল্লির আমন্ত্রণ গ্রহণ করেছেন জনসন।

Advertisement

ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রব মঙ্গলবার বলেন, ‘‘প্রধানমন্ত্রী জনসন ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের বিষয়।’’ তিনি জানান, আগামী বছর ব্রিটেনে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন জনসন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘‘আগামী বছরের সূচনাতেই গ্লোবাল ব্রিটেনের জন্য সুসংবাদ। ভারত সফরের জন্য আনন্দ অনুভব করছি। আমি এবং প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার প্রতীক্ষায় রয়েছি।’’

Advertisement

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার বলেছেন, ‘‘প্রজাতন্ত্র দিবসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপস্থিতি ভারত-ব্রিটেন সম্পর্কে নতুন যুগের সূচনা করবে।’’

আরও পড়ুন: আসন থেকে হিঁচড়ে উপাধ্যক্ষকে ‘উৎখাত’ কর্নাটক বিধান পরিষদে

ব্রিটেনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভারতের প্রজতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন জনসন। এর আগে ১৯৯৩ সালে শেষ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন মেজর। প্রায় ৩ দশক পর এই এ বার ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হতে চলেছেন আরও এক ব্রিটিশ প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: দক্ষিণ প্যাংগংয়ে চিনা সেনাকে বোকা বানায় পানাগড়ের ‘পাহাড়ি বাহিনী’

বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, গত ২৭ নভেম্বর টেলিফোনে জনসনকে ভারতের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। এর পর সরকারি স্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement