Viral video

Viral: সোনার ভারে কাহিল পাত্রী, যৌতুক দেখে চোখ কপালে অতিথির, ভিডিয়ো দেখে ভিরমি খাবেন আপনিও

এক জনকে আবার চিৎকার বলতে শোনা যাচ্ছে, এই থালায় ২০ লক্ষ ৫১ হাজার টাকা রয়েছে। ওই থালায় ২১ লক্ষ টাকা রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ১০:০৩
Share:

ভাইরাল সেই ভিডিয়োর দৃশ্য।

থালার উপর থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। পাশে সাজানো সোনা, রুপোর প্রচুর গয়না। দেখে মনে হবে যেন কোনও প্রদর্শনী চলছে। লোক জন ভিড়ও করেছেন সেগুলো দেখতে। এক জনকে আবার চিৎকার বলতে শোনা যাচ্ছে, এই থালায় ২০ লক্ষ ৫১ হাজার টাকা রয়েছে। ওই থালায় ২১ লক্ষ টাকা রয়েছে। ৪০টি সোনার গয়না, ৩০টি রুপোর গয়না রয়েছে।

Advertisement

এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভিডিয়োটি উত্তরপ্রদেশের শামলি জেলার একটি বিয়েবাড়ির। বাড়ির সামনে বিয়ের যৌতুক সাজিয়ে রেখে এক এক করে সেগুলোর হিসেব দিচ্ছেলেন এক যুবক।

একটু দূরেই বসেছিলেন কনে। তাঁর গায়ে সোনার যে গয়না পরানো হয়েছিল তা দেখে অনেকেই ভিরমি খেতে পারেন। জানা গিয়েছে, শামলির থানাভবন এলাকায় এক ব্যবসায়ী তাঁর মেয়ের বিয়েতে এই বিপুল পরিমাণ যৌতুক দিয়েছেন। তার মধ্যে শুধু নগদই ছিল ৫১ লক্ষ টাকা। সব মিলিয়ে ৬৫ লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়েছে পাত্রকে।

Advertisement

নেটমাধ্যমে এই ভিডিয়ো ভাইরাল হতেই আয়কর বিভাগের নজরে আসে বিষয়টি। পুলিশ জানিয়েছে, বিষয়টি আয়কর বিভাগের অধীনে। তারা সব খতিয়ে দেখছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement