kerala

Kerala: ছেলে-মেয়েদের এক সঙ্গে বসে ক্লাস করা ‘বিপজ্জনক’! দাবি মুসলিম সংগঠন নেতার

কেরল সরকারের লিঙ্গ নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার সমালোচনা করলেন সংখ্যালঘু এক নেতা। বললেন, ছাত্র-ছাত্রীদের এক সঙ্গে বসে ক্লাস করা ‘বিপজ্জনক’।

Advertisement

সংবাদ সংস্থা

কোঝিকোড় শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ২০:৪৪
Share:

কেরল সরকারের লিঙ্গ নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করারও সমালোচনা করেছেন সালাম। — ফাইল ছবি।

স্কুলে ছাত্র এবং ছাত্রীদের এক সঙ্গে বসে ক্লাস করার বিষয়টি ‘বিপজ্জনক’! এমনটাই মনে করেন কেরলের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) সাধারণ সম্পাদক পিএমএ সালাম। কেরল সরকার লিঙ্গ নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করতে চাইছে রাজ্যে। এর মধ্যে সংখ্যালঘু নেতা এই মন্তব্য করলেন।

Advertisement

সালাম বলেন, ‘‘এটা বিপজ্জনক। শ্রেণিকক্ষে ছেলে-মেয়েদের এক সঙ্গে বসে পড়াশোনা করার দরকার কী? কেন ওদের বাধ্য করছেন, সুযোগ করে দিচ্ছেন? এর ফলে শুধু সমস্যাই হবে। পড়াশোনা করতে চাইবে না পড়ুয়ারা।’’

কেরল সরকারের লিঙ্গ নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করারও সমালোচনা করেছেন সালাম। বলেন, ‘‘লিঙ্গ নিরপেক্ষতা ধর্মীয় বিষয় নয়। নৈতিক বিষয়। সরকার পড়ুয়াদের লিঙ্গ নিরপেক্ষ ইউনিফর্ম পরতে বাধ্য করছে। এটা আসলে পড়ুয়াদের ভুল পথে চালিত করবে। সরকারকে এই পদক্ষেপ প্রত্যাহার করতে বলব।’’

Advertisement

এর আগেও মুসলিম সংগঠনগুলো এই লিঙ্গ নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছে। অভিযোগ করেছে, জোর করে শিক্ষা ব্যবস্থায় উদার নীতি চাপাতে চাইছে কেরলের বাম সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement