Ambulance accident

ক্যানসার আক্রান্ত নাবালককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা, মৃত্যু

অ্যাম্বুল্যান্সে চাপিয়ে মুম্বইয়ের ক্যানসার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল কিরণকে। পথে অ্যাম্বুল্যান্সটি দুর্ঘটনায় পড়ে। তাতেই মৃত্যু হয় কিরণের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

পুণে শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩১
Share:

— প্রতীকী ছবি।

আচমকাই খুব অসুস্থ হয়ে পড়েছিল ১৪ বছরের কিরণ আভতাদে। ক্যানসার আক্রান্ত কিরণকে তড়িঘড়ি মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ঘটে গেল দুর্ঘটনা। তাতেই মৃত্যু হল কিরণের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণের শহরতলির কাটরাজ টানেলের কাছে। অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

Advertisement

ক্যানসারে আক্রান্ত হয়েছিল পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গলির বাসিন্দা কিরণ। বুধবার আচমকাই তার শারীরিক অবস্থা খারাপ হয়। তাঁর মা, বাবা তড়িঘড়ি কিরণকে নিয়ে একটি অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালের পথে রওনা দেন। কিন্তু পুণের শহরতলির কাটরাজ টানেলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কিরণের অ্যাম্বুল্যান্স ধাক্কা দেয় অন্য একটি গাড়িতে। গুরুতর আহত হয় কিরণ এবং অন্য সওয়ারিরা। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিরণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ভারতীয় বিদ্যাপীঠ থানার এক আধিকারিক বলেন, ‘‘অ্যাম্বুল্যান্সটি কিরণ এবং তার আত্মীয়দের নিয়ে মুম্বই যাচ্ছিল। সাতারা-মুম্বই হাইওয়ের উপর কাটরাজ টানেল থেকে বেরোতেই তা অন্য একটি গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে। প্রাথমিক ভাবে আমাদের অনুমান, অ্যাম্বুল্যান্সটি সামনের গাড়িটিকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় কিরণরা আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে নাবালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।’’

Advertisement

বেপরোয়া গতির কারণে অ্যাম্বুল্যান্সের চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আটক করা হয়েছে অ্যাম্বুল্যান্সটিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement